Views Bangladesh Logo

চারদিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলাটিতে অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কারসাজি করতে আয়োজিত ‘প্রহসনের নির্বাচনে’ অযৌক্তিক প্রভাব বিস্তার করেছিলেন নুরুল হুদা।

সোমবার (২৩ জুন) বিকেলে ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির করে দশদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার। এ আবেদনের সমর্থনে শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর। রিমান্ড নামঞ্জুর ও জামিনের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় ‘মব’ তৈরি করে নূরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। তার বাসায় ঢুকে একদল লোক তাকে বের করে আনেন এবং জুতার মালা পরিয়ে দেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ জানায়, বিএনপির করা মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে সকালে শেরেবাংলা নগর থানায় দশম (২০১৪), একাদশ (২০১৮)ও দ্বাদশ (২০২৪) সংসদ নির্বাচন পরিচালনাকারী যথাক্রমে কাজী রকিবউদ্দীন আহমেদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলাটি করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন খানের করা মামলায় শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ