Views Bangladesh Logo

একাদশ নির্বাচন নিয়ে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার

 VB  Desk

ভিবি ডেস্ক

কাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সাবেক এই সিইসি আদালতকে বলেন, ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ ছিল না। ওটা ছিল একটা প্রহসনের নির্বাচন। যেখানে দেশের অধিকাংশ ভোটারেরই কোনো অংশগ্রহণ ছিল না।

আওয়ামী লীগের সময় অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি। ওই মামলায় দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে নুরুল হুদাকে হাজির করা হয়।

এ সময় তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তদন্ত কর্মকর্তা তা রেকর্ড করার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, মামলার পর একই দিন (২২ জুন) সাবেক সিইসি নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালে শেখ হাসিনাসহ তার সরকার অবৈধভাবে শপথ নেয়ার পর ক্ষমতায় আসে। পরে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ক্যাডাররা বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অপহরণ, গুম-খুন ও মামলা-হামলা দিয়ে নির্যাতন শুরু করে। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়। এরপর তার অধীনেই দিনের ভোট রাতে করে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ