যশোরে ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি চাঁদা আদায়, সাবেক বিএনপি নেতা আটক
যশোরের নওয়াপাড়ায় এক ব্যবসায়ীর কাছে তিন কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে খুলনা থেকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা শহরের রোজ গার্ডেন হোটেল থেকে তাকে স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, তবে দলীয় বিশৃঙ্খলা ও চাঁদাবাজিসহ অভিযোগের কারণে তার পদ স্থগিত করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে টিপু নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক দফায় মোট চার কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পরে টিপুর নির্দেশে তার ম্যানেজার কয়েক দফায় টাকার লেনদেন করেন। অভিযুক্তদের মধ্যে জনি ও তার বাবা আটক হয়েছেন, তবে আরও তিনজন পলাতক রয়েছেন। পুলিশের অভিযান চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে