কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশের পাইলট ও গার্মেন্ট ব্যবসায়ীর মৃত্যু
কানাডার অন্টারিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকা ডুবির ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।
বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ফাউন্ড্রি প্রেসিডেন্ট সুবির কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় দুপুর তিনটার দিকে সাইফুজ্জামান এবং তার বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও তার ছেলে ক্যানো (নৌকা) নিয়ে হ্রদে নামেন। হঠাৎ বাতাসে সেটি উল্টে যায়। এতে রাকিব ও সাইফুজ্জামান নিহত হন।
জানা যায়, বড় মেয়ের সঙ্গে দেখা এবং পারিবারিক অবকাশযাপনের জন্য সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ঢাকা থেকে টরন্টো যান। তারা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের লিনজি শহরের একটি কটেজে ওঠেন। পরে সাইফুজ্জামান, তার বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও বন্ধুর ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। সেখানেই নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ক্যানোইংতে কোনো লাইফ জ্যাকেট ছিল না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে