Views Bangladesh Logo

ছাত্রলীগের সাবেক নেত্রী রুমা গ্রেপ্তার

ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগ এবং সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে জেসমিন আরা রুমাকে মালগুদাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত রেলকর্মচারী আবু তাহেলের মেয়ে। রুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।


ওসি আরও জানান, জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় তার নাম রয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ