Views Bangladesh Logo

মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক শিল্পমন্ত্রী ও অ্যাডভোকেট  নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ফেসবুক পোস্টের মাধ্যমে তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা জানান, সোমবার ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাদী তার ফেসবুক পোস্টে লেখেন, আমার বাবা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওইদিনই নরসিংদীর একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

র‍্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এ এন এম ইমরান খান জানান, গত বছর ৪ আগস্ট নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়।

তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সদ্য বিদায়ী সরকারের শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ