এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেপ্তার
এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে বিপুল অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন।
তিনি জানান, দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর ফিরোজ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৭ আগস্ট এক্সিম ব্যাংক থেকে ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক এমডি ফিরোজ হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ফিরোজ হোসেন শাখা পর্যায়ের ঋণ প্রস্তাব যথাযথভাবে যাচাই না করেই বোর্ড অনুমোদনের জন্য সুপারিশ করেছিলেন। পাশাপাশি ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও সংশ্লিষ্ট ঋণ অনুমোদনে ভূমিকা রাখেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে