হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়া গ্রেপ্তার
চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অগাষ্ট) গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিউমার্কেট থানায় রুজু করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে নিউমার্কেট থানায় করা একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ডিএমপির ওই কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আজ (১৬ আগস্ট) সকালে সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।
এ ছাড়াও ২০০৯ সালে র্যাব-২ এর ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব পান এই সাবেক সেনা কর্মকর্তা। একই বছরে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে নিযুক্ত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে