Views Bangladesh Logo

প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার অধিকারকে সম্মান জানাতে হবে: তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রতিটি মেয়েশিশুর স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেয়ার ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে সম্মান জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানকে বলেন ‘বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মেয়েশিশু স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা পাবে—যেমনটা তাদের বাবা–মা চায়।’

তিনি লেখেন, ‘একজন কন্যার বাবা হিসেবে আমি জানি, নারীর ক্ষমতায়ন শুধু নীতি নয়, এটি গভীর ব্যক্তিগত অনুভূতির বিষয়।’

তিনি আরও বলেন, বিএনপি সরকার অতীতে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে এবং সুযোগ পেলে ভবিষ্যতেও নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে আরও বড় পদক্ষেপ নেবে।

ফেসবুক পোস্টে তিনি স্মরণ করেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পোশাক খাতের বিকাশে নেতৃত্ব দিয়েছিলেন। এই খাত গড়ে তোলার মধ্য দিয়ে লাখো নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, অর্জন করেছেন আয়, সম্মান ও স্বাধীনতা। তাঁর উদ্যোগেই নারীদের উন্নয়নে গঠিত হয় নারীবিষয়ক মন্ত্রণালয়।’

নারীদের জন্য শিক্ষা বিশেষ সুবিধা নয়, বরং এটি মৌলিক অধিকার—এই ধারণা বাস্তবায়নে খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি লেখেন, ‘দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। “শিক্ষার জন্য খাদ্য” ও “উপবৃত্তি” কর্মসূচি লাখ লাখ মেয়েকে স্কুলে টিকিয়ে রাখতে সাহায্য করেছে। এতে শুধু তাদের জীবনই বদলায়নি, বদলে গেছে পরিবারগুলোর ভবিষ্যত।’

তারেক রহমান বলেন, বিএনপি সরকারের উদ্যোগে ‘মাধ্যমিক পর্যায়ে নারীশিক্ষা সহায়তা প্রকল্প’-এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জিত হয়, যা বাল্যবিবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। পরবর্তীতে এই মডেলটি মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের উদাহরণ হিসেবে গ্রহণ করে অন্যান্য উন্নয়নশীল দেশও।

তিনি জানান, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে নারী ও মেয়েদের শিক্ষা, নিরাপত্তা ও সুযোগ বাড়াতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ