ইভ্যালির রাসেল-শামীমাকে ফের গ্রেপ্তার করেছে ডিবি
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে ডিবির একটি দল তাদের আটক করে। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা ও রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এর মধ্যে ধানমন্ডি থানায়ই শতাধিক পরোয়ানা রয়েছে।
এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। শামীমা ২০২২ সালের এপ্রিল এবং রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পেয়েছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে