Views Bangladesh Logo

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

প্রতারণা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ রায় দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা।

জানা গেছে, কারাদণ্ডের পাশাপাশি রাসেল ও শামীমা প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদেরকে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২৭ মার্চ থেকে ৫ জুনের মধ্যে ২ লাখ ২০ হাজার ৯৮৫ টাকা দিয়ে দুটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোনসহ বিভিন্ন পণ্য কেনার জন্য ইভ্যালিতে অর্ডার করেন বাদী তাহসানুল ইসলাম আল আমিন; কিন্তু তিনি কোনো পণ্য হাতে পাননি। পরে তিনি ইভ্যালির সঙ্গে যোগাযোগ করলে তাকে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক দেয়া হয়, যা প্রত্যাখ্যাত হয়।

পরে তাহসানুল ইসলাম আল আমিন তার টাকা ফেরত পাওয়ার জন্য ১৮ জানুয়ারি ইভ্যালির সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতে তিনি ২৫ জানুয়ারি আদালতে মামলা করেন।

এ ছাড়াও ইভ্যালি থ্রিএস করপোরেশনের সঙ্গে শিশুদের পণ্য ক্রয়ের জন্য একটি অংশীদারত্ব চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী, ইভ্যালির দায়িত্ব ছিল অনলাইনে অর্ডার গ্রহণ, পণ্য সংগ্রহ এবং গ্রাহকদের কাছে তা পৌঁছে দেয়া, এরপর থ্রিএস করপোরেশনকে পণ্যের মূল্য পরিশোধ করা। কিন্তু ইভ্যালি ৮০ লাখ টাকার পণ্য ডেলিভারি করলেও তার মূল্য পরিশোধ করেনি। এ ঘটনায় ২০২৩ সালের ১৬ এপ্রিল রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন থ্রিএস করপোরেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ