বাংলাদেশে সময়মতো, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই: ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ইইউ বাংলাদেশে সময়মতো, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। আসন্ন জাতীয় নির্বাচনকে তারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি আস্থা পুনর্নির্মাণের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।
মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—যা বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়ার প্রতি তাদের আস্থার প্রতিফলন।
গত সপ্তাহে নির্বাচন কমিশন আয়োজিত মক ভোটিং পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে মাইকেল মিলার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের প্রস্তুতিতে তিনি মুগ্ধ হয়েছেন। নির্বাচন কমিশনের দক্ষতা ও পেশাদারত্বের প্রতি ইইউর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাইকেল মিলার আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার বহু তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। দীর্ঘদিন ধরে যারা ভোটদান থেকে বিরত ছিলেন—সহিংসতার ভয় বা নির্বাচনে আস্থাহীনতার কারণে—তাদের ফিরিয়ে আনাটাই বড় চ্যালেঞ্জ। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটারদের সঠিকভাবে নির্দেশনা দেওয়ার গুরুত্বও তিনি তুলে ধরেন। নির্বাচন কমিশনের ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্তকে তিনি ‘প্রাজ্ঞ ও প্রয়োজনীয়’ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বহু বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগ এসেছে—এ সুযোগকে দেশের সব অংশীজনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে