Views Bangladesh Logo

জাতীয় নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: নজরুল ইসলাম খান

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় একটি পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার গুলশানে দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনীতিতে ইইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নির্বাচনকে সামনে রেখে তারা বিস্তৃতভাবে পর্যবেক্ষণ করতে চায়। বৈঠকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়, নির্বাচনোত্তর উন্নয়ন ভাবনা এবং নির্বাচনে বিএনপির সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, তারেক রহমান ইইউ প্রতিনিধিদের বলেছেন—সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করার দাবিটি বিএনপিরই ছিল এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দলটি আগ্রহী। অনেক দিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর জনগণ এবার ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে বলেও মত দেন তিনি।

বিএনপি নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিক অধিকার ও উন্নয়নের বিষয়েও ইইউর সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপি সরকারের আমলেই শ্রম আইন ও শ্রমিক কল্যাণে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

বৈঠকে ইইউর উন্নয়ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ