নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েন করবে বলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইইউ কর্মকর্তারা জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ড. ইভারস আইজাবস বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। ড. ইভারস আইজাবস ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্যও।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড. ইভারস আইজাবস বলেন, ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা ডিসেম্বরের শেষ দিক থেকেই বাংলাদেশে কাজ করছেন। আর স্বল্পমেয়াদি পর্যবেক্ষকেরা আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন। নির্বাচনকালীন সময়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট প্রায় ২০০ জন ইইউ পর্যবেক্ষক সারা দেশে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করাকে নির্বাচন কমিশন একটি লজিস্টিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। তবে এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলার সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
ড. ইভারস আইজাবস আরও বলেন, ইইউর ভূমিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং কেবল নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ। তিনি বলেন, “আমরা এখানে স্বচ্ছতা নিশ্চিত করতে এসেছি। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।”
আসন্ন নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে