বাংলাদেশসহ ৪ দেশের জন্য মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা ইইউ’র
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় জন্য নতুন মানবিক প্রকল্পে অর্থায়নের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সাড়ে ২১ মিলিয়ন ইউরোর নতুন মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে তারা। ২০২৪ সালে ধাপে ধাপে এ সংখ্যা ৯৫ মিলিয়ন ইউরোতে নিয়ে এসেছে।
এই সপ্তাহে ফিলিপাইন ও ইন্দোনেশিয়া সফর করছেন সংস্থাটির সংকট ব্যবস্থাপনার কমিশনার জেনেজ লেনারসিচ। এরপরই এ ঘোষণা দেয় ইইউ।
মূলত দুর্যোগ মোকাবিলায় সাউথইস্ট এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) এবং এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতেই তাদের এ উদ্যোগ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে