সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি বড় দল বাংলাদেশে আসছে। প্রায় ১৫০ সদস্যের এই দল নির্বাচনি তপশিল ঘোষণার পর ধাপে ধাপে বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউর সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি।
ইসি সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে পর্যবেক্ষক মিশন বাস্তবায়িত হবে। এই সমঝোতার ধারাবাহিকতায় ইইউ পর্যবেক্ষক দল নির্বাচনী প্রক্রিয়া শুরু থেকে গেজেট প্রকাশ পর্যন্ত পর্যবেক্ষণ কার্যক্রম চালাবে।
আখতার আহমেদ বলেন, ইইউ প্রতিনিধি দল আমাদের কাছ থেকে ভোটকেন্দ্রে প্রবেশাধিকার, ভোটারদের গোপন কক্ষে প্রবেশ, ভোট গণনার সময় উপস্থিত থাকার সুযোগসহ কয়েকটি বিষয়ে স্পষ্টীকরণ চেয়েছে। তারা একসঙ্গে ১৫০ জন আসবেন না; বরং ধাপে ধাপে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাংলাদেশে আসবেন। আসা, ভিসা, নিরাপত্তা ও অন্যান্য লজিস্টিক ব্যবস্থা সব কিছু সমন্বয় করা হবে।
তিনি আরও জানান, নির্বাচনী তপশিল ঘোষণার পর থেকে পর্যবেক্ষকরা আসবেন এবং পুরো নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশে থাকবেন। ইতোমধ্যে প্রতিনিধিদল রংপুর ও চট্টগ্রামে গিয়েছিল এবং সেখানে ইসির কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে। বৈঠক শেষে তারা ইসিকে একটি খসড়া প্রস্তাবও দিয়েছেন। ইসি তা পর্যালোচনা করে চূড়ান্ত স্বাক্ষরের জন্য প্রস্তুত করবে।
এর আগে ২২ সেপ্টেম্বর ইইউর আট সদস্যের প্রাক-নির্বাচনি তথ্য-অনুসন্ধানী দল ইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানসহ চারজন কর্মকর্তা।
ইসি কর্মকর্তারা জানান, তথ্য-অনুসন্ধানী দল সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে আসন্ন নির্বাচনের জন্য সুপারিশমালা তৈরি করবে। সেই সুপারিশের ভিত্তিতেই ইউরোপীয় ইউনিয়ন চূড়ান্তভাবে নির্বাচনকালীন পর্যবেক্ষক দল পাঠাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে