Views Bangladesh Logo

উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট পরিষেবা চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

জবেকিস্তানের তাসখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবশেষে ই-পাসপোর্ট পরিষেবার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে অত্যাধুনিক পাসপোর্ট সুবিধা পেতে যাচ্ছেন মধ্য এশিয়ার এই দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।

বুধবার (১ অক্টোবর) দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ।

প্রধান অতিথির বক্তব্যে ই-পাসপোর্টের বিভিন্ন বৈশিষ্ট্য ও এর অগ্রগতির দিকগুলো তুলে ধরেন প্রকল্প পরিচালক মোহাম্মদ নুরুস সালাম। তিনি আশা করেন, উজবেকিস্তান এবং প্রতিবেশী দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা এই নতুন সুবিধা থেকে বিশেষভাবে উপকৃত হবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শুক্লা বণিক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ