Views Bangladesh Logo

সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুসারে সততা, নৈতিকতা ও কল্যাণের ভিত্তিতে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায়, তবে এটি মানবতার কল্যাণে এক শক্তিশালী হাতিয়ার হতে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পাকিস্তানের ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনের সুবর্ণজয়ন্তীতে তিনি এসব কথা বলেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মহানবী (সা.)-এর শিক্ষার আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারে শিখন ও প্রশিক্ষণে রাষ্ট্রের দায়িত্ব।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া মানুষের চিন্তা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে গভীর প্রভাব ফেলছে। সঠিকভাবে ব্যবহৃত হলে এটি জ্ঞানচর্চা, দ্বিনি দাওয়াত, নৈতিকতা বিকাশ ও সমাজে ইতিবাচক পরিবর্তনের মাধ্যম হতে পারে। তবে এর অপব্যবহার অশ্লীলতা, গুজব, ভ্রান্ত মতবাদ ছড়ানো এবং নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে উঠতে পারে।

সম্মেলনে সভাপতিত্ব করেন পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সর্দার মুহাম্মদ ইউসুফ। এ ছাড়া বক্তৃতা করেন পাকিস্তানের দারিদ্র্য দূরীকরণ মন্ত্রী ইমরান শাহ, ফিলিস্তিনের প্রেসিডেন্টের ধর্ম বিষয়ক উপদেষ্টা ও শরীয়াহ কোর্টের প্রধান বিচারপতি শায়খ মাহমুদ সিদক, বাহরাইনের শরীয়াহ শুরা কাউন্সিলের সদস্য শায়খ আদিল আবদুর রহমান এবং মিশরের দারুল ইফতার সচিব শায়খ আবদুল হামিদ রাগীব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ