Views Bangladesh Logo

রেকর্ড রান টপকে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

হেডিংলিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইতিহাস গড়ল ইংল্যান্ড। শেষ দিনে ৩৭১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। এটি ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে রান তাড়া করে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য। বেন ডাকেটের অনবদ্য ১৪৯ রানের ইনিংস এবং জো রুট ও জেমি স্মিথের ধৈর্যশীল পার্টনারশিপ এই ঐতিহাসিক জয়ের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

শেষ দিনের সকালে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। দুইজন মিলে গড়েন ১৮৮ রানের উদ্বোধনী জুটি। ডাকেট শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন—রিভার্স সুইপ, কভার ড্রাইভসহ শটের ঝড় তোলেন চারদিকে। ক্রলিও শুরুতে সাবলীল ছিলেন এবং দক্ষতার সঙ্গে বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণকে সামলান।

প্রথম সেশনে কোনো বাধা না এলেও বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেশনে উইকেট হারায় ইংল্যান্ড। ক্রলিকে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরান প্রসিদ্ধ, পরের ওভারেই বোল্ড হন অলি পোপ। এরপর ডাকেট আউট হন ১৪৯ রানে; এক বল পরই হ্যারি ব্রুক আউট হলে কিছুটা চাপ তৈরি হয়।

কিন্তু সেখান থেকে জো রুট ও জেমি স্মিথ দারুণ ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রুট অপরাজিত থাকেন ৫৩ রানে, স্মিথ শেষ ওভারে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ৪৪ রানে থেকে।

ভারতের বোলাররা সুযোগ তৈরি করলেও ক্যাচ মিস ও ভুল সিদ্ধান্তে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। যশস্বী জয়সওয়াল পুরো ম্যাচে ৪টি ক্যাচ ফেলেছেন। জাদেজার বলে স্টোকসকে একবার আউট করার সুযোগ থাকলেও বল পড়ে যায় দুজন ফিল্ডারের মাঝখানে।

প্রসিদ্ধ কৃষ্ণ দ্বিতীয় ইনিংসে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেও শেষের দিকে তেমন প্রভাব ফেলতে পারেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ