দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
ইঞ্জিনিয়ার স্বীকৃতি দাবিতে আন্দোলনরত বুয়েট এবং অন্যান্য প্রকৌশল শিক্ষার্থীরা বুধবার ৫ দফা দাবি ঘোষণা করেছেন। তারা জানিয়েছেন, স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টা তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিকেল সোয়া ৫টায় শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এক সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এসব দাবি জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর আজকের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দুঃখ প্রকাশ করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।
জুবায়ের আহমেদ বলেন, ‘রোকনের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
পুলিশের অব্যবস্থাপনা ও হামলায় জড়িতদেরও শাস্তি দিতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটি প্রত্যাখ্যান করা হলো। দ্রুত শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। পূর্বে ঘোষিত ৩ দফা দাবি মেনে নির্বাহী আদেশ জারি করতে হবে। তিন উপদেষ্টা, ফওজুল করিম, আদিলুর রহমান ও সৈয়দা রেজওয়ান হাসানকে নিশ্চয়তা দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যৌক্তিক আন্দোলনে হামলা বন্ধ করতে হবে।’
এদিকে সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশের হামলায় কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এর আগে সকাল ১১টায় প্রকৌশল শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান শুরু করেন। দুপুর দেড়টার দিকে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, যার ফলে শিক্ষার্থী ও পুলিশ সদস্য উভয়েই আহত হন। এরপর আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে