Views Bangladesh Logo

কমপ্লিট শাটডাউন’ বলবৎ রাখার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

দেশের সব সরকারি ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ বলবৎ রাখার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য তুলে ধরেন। সেখানে দেখানো হয়, সরকারি চাকরিতে অনেক পদ শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত, যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ নেই। আন্দোলনের লক্ষ্য হলো এই বৈষম্য দূর করা।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালি উল্লাহ বলেন, আমাদের আন্দোলন তিন দফার ওপর চলছে। গতকালের যে বড় ঘটনা ঘটেছে, সেটার কোনো বাস্তবায়ন আমরা পাইনি। তাই সারা দেশের ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে যতক্ষণ না পরবর্তী ঘোষণা দেয়া হবে।

তিনি বলেন, চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং পরবর্তী সপ্তাহে জাতীয় সম্মেলন করার পরিকল্পনা রয়েছে। জনদুর্ভোগ এড়াতে আন্দোলনকারীরা এই কর্মসূচি গ্রহণ করেছেন, তবে বৃহস্পতিবার তারা একটি মিছিলও করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ