Views Bangladesh Logo

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা, যা প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়।

তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও।

এ সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরে পুলিশ হস্তক্ষেপ করলে শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ শাটডাউন কর্মসূচি পালন করছেন। বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।

সড়ক অরোধের ঘটনার সত্যতা স্বীকার করে রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ