Views Bangladesh Logo

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুরের সাতখামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিন থেকে জ্বালানি ও মবিল লিক হতে থাকে।

ট্রেনযাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে আসা ট্রেনটি কাওরাইদ স্টেশনে বিরতি দিয়ে ছাড়ার কিছুক্ষণ পর ইঞ্জিনে বিকট শব্দ হয় এবং গতি কমে যায়। এরপর মবিল ছিটকে যাত্রীদের শরীরেও লাগে। আতঙ্কে অনেকে দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ইঞ্জিন বিকলের পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ছাড়া আশপাশের স্টেশনগুলোতে বেশ কয়েকটি ট্রেন আটকে রাখা হয়েছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ