Views Bangladesh Logo

এলপিজির দাম কারসাজি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত নামাচ্ছে সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বাজারে কারসাজি করে এলপিজির দাম বাড়িয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সামান্য বাড়ালেও কিছু ব্যবসায়ী আগাম আশঙ্কাকে কাজে লাগিয়ে আগে থেকেই দাম বাড়িয়ে দেন। এর ফলে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দেয়।

এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি জেলায় এলপিজির দাম তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, সোমবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনা হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, এলপিজির দামে এ ধরনের অস্বাভাবিক বৃদ্ধির কোনো বাস্তব কারণ নেই; এটি সম্পূর্ণভাবে কারসাজির ফল।

কারা এ কারসাজির সঙ্গে জড়িত—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খুচরা ও পাইকারি—উভয় পর্যায়ের ব্যবসায়ীরাই এতে দায়ী। তিনি যোগ করেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ