Views Bangladesh Logo

বেতন কাঠামো বাস্তবায়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে এনাম হাসপাতালের কর্মচারীদের বিক্ষোভ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি দুপুর ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, জাতীয় পে-স্কেল স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি যারা কভিড-১৯ মহামারি, ডেঙ্গুর প্রকোপ, রানা প্লাজা দুর্ঘটনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাদের জন্য সুযোগ-সুবিধার বৃদ্ধিরও দাবি জানানো হয়েছে।

এ ছাড়াও অন্যান্য দাবির মধ্যে রয়েছে, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিয়মিত বেতন প্রদান এবং কর্মীদের পরিবারের জন্য চিকিৎসা খরচে ৫০ শতাংশ ছাড় নিশ্চিত করা।

হাসপাতালের এক কর্মচারী স্মৃতি বলেন, ‘এর আগেও এসব দাবিতে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। সে সময় আমাদের আশ্বস্ত করা হয়েছিল জুলাইয়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত হবে। কিন্তু এখনো কিছুই হয়নি, আমাদের বেতনও অপরিবর্তিত রয়ে গেছে।”

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, ‘আমরা কর্মীদের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। কর্তৃপক্ষ কর্মীদের অনেক দাবিকে বৈধ মনে করে এবং বিষয়গুলো সমাধানে কাজ করছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ