৮৪টি সংস্কার প্রস্তাবের ‘জুলাই সনদে’ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি বৈঠক’
‘জু
লাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতায় এতে স্বাক্ষরের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারপরও নির্ধারিত দিন শুক্রবার (১৭ অক্টোবর) সনদে সবগুলো দল স্বাক্ষর করবে বলে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন।
সংকট নিরসনে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে কমিশন। এ আলোচনা বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করার কথা আছে।
কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘বৈঠকে দলগুলো সনদে সই করবে কি না, সে বিষয়ে এবং প্রয়োজনে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আবারও আলোচনা হবে। আশা করি, সুরাহা হবে এবং সংশ্লিষ্টরা শুক্রবার সনদে স্বাক্ষর করবেন’।
ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়। কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ বিষয়ে কমিশনের আলাদা সুপারিশ দেয়ার কথা। কিন্তু সেটিও এখনো চূড়ান্ত হয়নি।
আলী রিয়াজ বলেন, কমিশনের সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে একমত হলেও ভোটের দিন ও পথ-পদ্ধতি নিয়ে দলগুলোর মতভিন্নতা আছে। কোনো কোনো দল সনদে সই করার আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়।
সূত্র জানায়, ‘সংবিধান আদেশ’ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংস্কার, বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে পুরো আলোচনা শুরুরও পক্ষে দলটি।
অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে একটি ধারা যুক্ত করার প্রস্তাব করেছিল। কমিশন সেটা করেনি। ফলে, তাদের স্বাক্ষর করা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আর বাস্তবায়নের পন্থা উল্লেখ না থাকায় চূড়ান্ত করা সনদে জামায়াত স্বাক্ষর করবে কি না, তা নিয়ে আছে বড় ধরনের সংশয়। এ ছাড়া বামপন্থী একাধিক দলেরও সনদে সই না করার শঙ্কা আছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে