ভোটারদের ১০ লাখ ডলার দেয়ার প্রস্তাবের ঘটনায় ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ
৫ নভেম্বর যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে কিছু রাজ্যের নিবন্ধিত ভোটারদের ১০ লাখ ডলার পুরস্কার দেয়ার প্রস্তাবের ঘটনায় ইলন মাস্ককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এক বিচারক। বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার একটি আদালতে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
ফিলাডেলফিয়া জেলা অ্যাটর্নি কার্যালয়ে সোমবার মামলাটি দায়ের করা হয়। তারা দাবি করেন, মাস্কের ‘আমেরিকা প্যাক’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি এই পুরস্কারের প্রস্তাব দিয়ে স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য ‘অবৈধ লটারি’ চালাচ্ছে। এই প্যাকটি রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে।
বিচারক তার আদেশে বলেন, ‘শুনানির সময় সবপক্ষকে উপস্থিত থাকতে হবে।’
আইন বিশেষজ্ঞের মতে, এ ধরণের প্রস্তাব যুক্তরাষ্ট্রের নির্বাচনি আইন লঙ্ঘন করতে পারে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিচার বিভাগ আমেরিকা প্যাককে একটি সতর্কতা বার্তা পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে যে নিবন্ধিত ভোটারদের এই ধরনের পুরস্কার দেওয়া আইন লঙ্ঘনের সামিল হতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে