পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু
পদ্মা সেতুতে চালু করা হয়েছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এই পদ্ধতির মাধ্যমে গাড়িগুলো নির্ধারিত লেনে না থেমে স্বয়ংক্রিয়ভাবে টোল দিয়ে সেতু পার হতে পারবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ইলেকট্রনিক টোল কালেকশনের মাধ্যমে টোল আদায় শুরু হয়েছে। এর ফলে টোল প্লাজায় থামানো ছাড়াই গাড়িগুলো নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে সেতু পার হচ্ছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খানের বিশেষ নির্দেশনায় পদ্মা সেতুতে এই ইটিসি সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ।
এই সেবা ব্যবহার করতে হলে গাড়ি মালিকদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপের “ডি-টোল” অপশনে নিবন্ধন করে অ্যাকাউন্ট রিচার্জ করতে হবে। নতুন ব্যবহারকারীদের জন্য সেতুর আরএফআইডি বুথে গিয়ে আরএফআইডি ট্যাগ যাচাই এবং নিবন্ধন সম্পন্ন করতে হবে।
একবার নিবন্ধিত হলে গাড়িগুলো ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন দিয়ে চলে যেতে পারবে। স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেয়া হবে।
কর্তৃপক্ষ আশা করছে, শিগগিরই অন্যান্য আর্থিক অ্যাপও এই সেবার সঙ্গে যুক্ত করা হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সুবিধা নিয়ে আসবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম বর্তমানে ‘ট্যাপ’ অ্যাপসহ একাধিক আর্থিক প্ল্যাটফর্মকে এই সিস্টেমর সঙ্গে যুক্ত করার জন্য কাজ করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে