Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীসহ ৭ জন দগ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মাদরাসা শিক্ষার্থীসহ ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাদরাসা শিক্ষার্থী সাদিয়া খাতুন, রওজা আক্তার, জান্নাতুল মাওয়া, উম্মে তাইসান, নুসরাত নামে ২ জন এবং মাদ্রাসা কাজ করা আলেয়া।

মাদরাসা সূত্রে জানা যায়, চারতলার ছাদ থেকে কয়েকজন শিক্ষার্থীর কাপড় বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। আলেয়া সেই কাপড় জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেন। এসময় পাইপটি কাপড়ে লাগার সঙ্গেই সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তখন বিদ্যুতের তারে থাকা আগুন বাষ্পীয় হয়ে রুমের ভিতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। এতে ৬ শিক্ষার্থী দগ্ধ হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ