Views Bangladesh Logo

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত ৮

রংপুরের কাউনিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগষ্ট) রাতের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

নিহতরা হলেন পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার জোবেদ আলীর পুত্র শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার সাহাবাজ গ্রামের আমতলা এলাকায় আটরশি পীর তরিকার নজর আলীর সারের দোকান উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে রংপুরের বিভিন্ন এলাকার অনুসারীরা সেখানে উপস্থিত হন। অনুষ্ঠান চলাকালীন উদ্বোধনের মাইক টানানোর সময় প্রচণ্ড বাতাসে পল্লী বিদ্যুতের থ্রি ফেজের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সারের পুরো দোকানটি বিদ্যুতায়িত হয়ে যায়। এর ফলে অন্তত ১০ জন আহত হন।

পরে আহতদের মধ্যে গুরুতর আহত সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ