Views Bangladesh Logo

গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন: নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা ‘গণহত্যা’ চালিয়েছেন, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। ‘গণহত্যার বিচার ও সংস্কার’ ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।


নাহিদ বলেন,  ‘যারা গণহত্যা করেছেন, তাদের বিচার হতেই হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও যেসব পুলিশ সদস্য গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছেন, এই বাংলার মাটিতেই আমরা তাদের বিচার নিশ্চিত করবো। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন। তারা বলছেন, বিচার দেরি হবে। কিন্তু বিচার শুরু এবং তা দৃশ্যমান হতে হবে’।


তিনি জোর দিয়ে বলেন, ‘যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এই বিচারে হস্তক্ষেপ করতে পারবে না’।

শনিবার (৫ জুলাই) বগুড়ায় পথসভা এবং পর্যটন মোটেলে জুলাই আন্দোলনের ‘শহীদ’ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলামসহ এনসিপির শীর্ষনেতারা। তাদের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা ।


জুলাই গণ-আন্দোলনে সংঘটিত হত্যা ও হামলার বিচারের দাবিতে এবং সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে উত্তরাঞ্চলে আটদিনের এই পদযাত্রা করছে এনসিপি। এই পদযাত্রার মূল লক্ষ্য হলো, জুলাই আন্দোলনে শহীদদের হত্যার বিচার এবং নতুন সংবিধান প্রণয়নে জনগণের সমর্থন আদায় করা।


মতবিনিময় সভায় জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, শহীদদের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ করা সম্ভব নয়। তবে শহীদদের রক্তের বিনিময়ে যেন একটি স্বাধীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে ওঠে, সেই লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবে এনসিপি।


শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারা দেশের স্বাধীনতা, মানুষের মুক্তি ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন। ইতিহাস প্রমাণ করে, ফেরাউনরা চিরকাল ক্ষমতায় থাকতে পারেন না, স্বৈরশাসকদের পতন হয় এবং এবারও সেই পতন ঘটেছে।

শহীদ পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত এক বছরে আমরা হয়তো দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি। শহীদ পরিবারের সঙ্গেও আরও আগেই যোগাযোগ করা উচিত ছিল’। তবে, তিনি প্রতিশ্রুতি দেন, এই সম্পর্ক আজীবনের এবং এনসিপি তাদের পাশে থাকবে সর্বোচ্চ সাধ্যমতো।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবারগুলোর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এটি শুধু এই সরকারের নয়, যেকোনো সরকারের জন্যই বাধ্যতামূলক হওয়া উচিত। এই দাবি বাস্তবায়নেই এনসিপি ‘জুলাই ঘোষণাপত্র’ তৈরি করছে। এতে শহীদ ও তাদের পরিবার সম্পর্কে বিস্তারিত কথা থাকবে এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে। এছাড়া এই ঘোষণাপত্রে বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার নিয়ে সুস্পষ্ট দিক-নির্দেশনা থাকবে।


এসব দাবিতেই এনসিপি দেশজুড়ে পদযাত্রা চালিয়ে যাচ্ছে বলেও জানান এনসিপির আহ্বায়ক। 

পথসভায় বগুড়ার অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে এই অঞ্চল রাজনৈতিক বৈষম্যের শিকার। চাকরি ও প্রশাসনিক সুযোগ থেকে বঞ্চিত এখানকার মানুষ। তাদের বিরুদ্ধে ভুয়া ও মিথ্যা মামলা হয়েছে বারবার।


তিনি দাবি করেন, জুলাই গণআন্দোলনে বগুড়ায় ১৫ জনেরও বেশি মানুষ নিহত এবং ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন।

বগুড়ার প্রশাসন এখনও নিরপেক্ষভাবে কাজ করছে না বলেও পথসভায়  অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, তারা যেন কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ না করে বরং নিরপেক্ষ থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ