Views Bangladesh Logo

নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের ঘোষিত রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, সরকারের রূপরেখায় নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আরও দৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে, এবং তখন সেনাবাহিনী নিজ নিজ সেনানিবাসে ফিরে যাবে।

বুধবার ( ৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু গত ১৫ মাস ধরে আমরা মাঠে দায়িত্ব পালন করছি, এবং নির্বাচনের পরও কিছুদিন হয়তো থাকতে হতে পারে। এর ফলে প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করছে, এমন পরিস্থিতি বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাপ্রধান ও ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি সম্পূর্ণ অনুগত। এসব মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আলাদা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই—কারণ মিথ্যাকে সত্যের মাধ্যমেই মোকাবিলা করা যায়।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ