Views Bangladesh Logo

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: ড. ইউনূস

গামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে তিনি বলেন, ‘আমরা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ড. ইউনূস জোর দিয়ে বলেন, ‘বর্তমানে দেশ এখন স্থিতিশীল এবং আমরা নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত।’

রোববার (২৪ আগস্ট) ইনানির হোটেল বে-ওয়াচে ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিনদিনব্যাপী সম্মেলন শুরু হয়, যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এ সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিতে আজ সকাল ১০টার দিকে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা।

সংলাপের উদ্বোধনী দিনে সরকারের কঠোর বার্তায় বলা হয়, বাংলাদেশ এখন থেকে আর কোনো নতুন রোহিঙ্গা শরণার্থীকে দেশে প্রবেশের অনুমতি দেবে না।

প্রায় আট বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে এই শরণার্থী সংখ্যা এক মিলিয়নেরও বেশি। ১৮ কোটিরও বেশি জনসংখ্যার দেশে এই শরণার্থীদের আগমন বাংলাদেশের অবকাঠামো ও সম্পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে। সরকার জানিয়েছে, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন এখন অত্যন্ত জরুরি।

সংলাপে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মতো রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। প্রায় ১০০ জন রোহিঙ্গা প্রতিনিধি উপস্থিত ছিলেন, যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারের আহ্বান জানান। বিশেষভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা কামনা করেন তারা।

বিদেশে বসবাসরত রোহিঙ্গারাও আন্তর্জাতিক মহলের প্রতি মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানান, যাতে টেকসই ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এক বিবৃতিতে বলেন, ‘সরকার রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে আন্তরিক। তবে নতুন করে কাউকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।’

তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

উপ-প্রেস সচিব বলেন, ‘এটি ইতোমধ্যে আমাদের জন্য একটি বড় সংকটে পরিণত হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ