Views Bangladesh Logo

নির্বাচনী ব্যয় কমিয়ে না আনলে দুর্নীতি কমানো সম্ভব নয়: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রার্থীদের নির্বাচনী ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে না আনলে দুর্নীতি হ্রাস করা সম্ভব নয়।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক–সুজন আয়োজিত নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, মনোনয়ন বাণিজ্যের ফলে ইতোমধ্যে নির্বাচনী ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেও তার মান কেমন হবে এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সম্ভব হলে নির্বাচন কমিশনের উচিত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বিপরীতে প্রার্থীরা কী কাজ করেছেন, সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা।

ড. দেবপ্রিয়ের মতে, অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি বিষয়ই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখনই জাতীয় ঐক্য প্রদর্শনের সময় এসেছে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, ভোট দিতে গিয়ে অনেক মানুষ আতঙ্ক অনুভব করছে। এমনকি নির্বাচনের পর কতদিন নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকবে, তা নিয়েও জনমনে শঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া বহু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। পাশাপাশি সীমান্তের বাইরে থেকেও অস্ত্র আসার খবর শোনা যাচ্ছে। এ অবস্থায় অস্ত্র উদ্ধারে নিরাপত্তা বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ