নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠলেও শঙ্কা কাটেনি: ড. বদিউল আলম মজুমদার
নির্বাচনি প্রক্রিয়া ট্র্যাকে উঠেছে বলে মন্তব্য করলেও নির্বাচন নিয়ে এখনো শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তার মতে, রাজনীতিবিদ ও মনোনীত প্রার্থীদের আচরণের ওপরই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনেকাংশে নির্ভর করছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালে সুজন আয়োজিত এক বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠেছে। তবে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। রাজনীতিবিদ ও তাদের মনোনীত প্রার্থীরা চাইলে এই ট্রেনকে ট্র্যাকচ্যুত করতে পারেন। তারা যদি সদাচরণ করেন, তাহলে নির্বাচনে কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না।”
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা যদি উত্তেজনা কমান, সহিংসতা থেকে বিরত থাকেন এবং সংসদ সদস্য হওয়ার জন্য অপকৌশল পরিহার করেন, তাহলে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। একই সঙ্গে তিনি দাবি করেন, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
সুশাসন নিশ্চিত করা না গেলে প্রতিবারই জনগণকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে, এতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়বে।
সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারাও আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি একমাত্র শর্ত নয়। নির্বাচনের পর গণতন্ত্রকে কার্যকর করতে স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলে মত দেন তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে