Views Bangladesh Logo

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। আর চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি জানান, তফসিল, গণভোট ও ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে যাতে তারা তফসিল রেকর্ড করতে পারে। তফসিল ঘোষণা হওয়ার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং অনুষ্ঠিত হবে।

আচরণবিধি প্রতিপালনের জন্য তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। ভোটের পাঁচ দিন আগে এই সংখ্যা বাড়ানো হবে। ভোটের দিন ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। এছাড়া তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ