রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর
১০ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন ও গণভোটের তপশিল নিয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল।
এ বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের তপশিল নিয়ে নির্দেশনা চাইতে ১০ অথবা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ওই চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে