Views Bangladesh Logo

ভোট দিতে পারবেন নির্বাচনি কর্মকর্তা ও কারাবন্দিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন নির্বাচনি প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা-কর্মচারী এবং কারবন্দিরা। এই সিদ্ধান্তে প্রায় দশ লাখ মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৮ সেপ্টেম্বর) নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সিইসি আরও জানান, সারা দেশে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চাকরিজীবীরাও ভোট দেয়ার যোগ্য হবেন।

এই সংলাপের মধ্য দিয়ে নির্বাচনের আগে নাগরিক সমাজের সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পর্যায়ক্রমে নিবন্ধিত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, নাগরিক সমাজ, নারী সংগঠন, গণমাধ্যম, পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ এবং আহত জুলাই কর্মীদের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

কর্মকর্তারা আশা করছেন, এক থেকে দেড় মাসের মধ্যে সংলাপ প্রক্রিয়াটি শেষ হবে।

উদ্বোধনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন যুগান্তকারী পরিবর্তনটির ঘোষণা দিয়ে বলেন, ‘আগে নির্বাচনে জড়িতদের ভোট দেয়ার অনুমতি ছিল না। এবার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কারাবন্দিদেরও আগে ভোটদান থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তাদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও এখন সুযোগ দেয়া হবে।

‘নির্বাচন প্রক্রিয়ায় জড়িত সবাই এখন ভোট দেয়ার সুযোগ পাবেন। এটি উল্লেখযোগ্য মাইলফলক’- বলেন তিনি।

সিইসি জোর দিয়ে বলেন, সংলাপটি কেবল আনুষ্ঠানিকতার চেয়ে বেশি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দায়িত্ব নিয়ে বর্তমান ইসি ভোটার তালিকা হালনাগাদে বড় প্রচারণা শুরু করে। ফলে নারী ভোটার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা আগে পুরুষ ভোটারদের তুলনায় ৩০ লাখ কম ছিল । এছাড়াও, ২১ লাখেরও বেশি মৃত ভোটার, যাদের কেউ কেউ ‘ভূতুড়ে ভোটার’ বলে অভিহিত করেছেন, তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। অন্য সংস্কারগুলোর মধ্যে রয়েছে আরপিও সংশোধন এবং ডাক ব্যালট পদ্ধতির বাস্তবায়ন, যা আইনত বিদ্যমান থাকলেও খুব কমই প্রয়োগ করা হতো।

সিইসি জানান, অনেকে নিজ নির্বাচনি এলাকার বাইরে থাকেন। নানা কারণে ভোটকেন্দ্রে যেতে পারেন না। এ কথা মাথায় রেখে এবারও পোস্টাল ব্যালটে ভোট দেয়ার ব্যবস্থা করবে ইসি। এজন্য ভোটাররা আগে ব্যালট পেপার সংগ্রহ করে কিছু প্রক্রিয়া মেনে তা ডাকযোগে পাঠাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ