Views Bangladesh Logo

ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন: সিইসি

নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা যে চিঠি দেয়ার কথা বলেছেন, আমরা আশা করছি শিগগিরই তা পেয়ে যাব।’

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, ‘নির্বাচনকে আয়নার মতো পরিষ্কার করতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যেন কারও কোনো প্রশ্ন না থাকে, সে ব্যবস্থাই করা হবে।’

তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার জন্য কমিশন এক মাস সময় হাতে রাখছে।

নির্বাচনী সীমানা নির্ধারণ প্রসঙ্গে সিইসি বলেন, ‘কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং নিয়ম মেনেই নির্বাচনী সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা সম্পন্ন করতে চায় ইসি। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তির সুযোগ রাখা হয়েছে। পরবর্তীতে শুনানির মধ্য দিয়ে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ