Views Bangladesh Logo

নির্বাচনের গ্রহণযোগ্যতা কোনো শতাংশের ওপর নির্ভর করে না: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পটুয়াখালীর চারটি আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের কোনো চ্যালেঞ্জ নেই।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পটুয়াখালী জেলার ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. সানাউল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা কোনো শতাংশের ওপর নির্ভর করে না। আমরা চাই শতকরা ১০০ ভাগ মানুষ ভোটকেন্দ্রে আসুক। পটুয়াখালীর পরিবেশ অত্যন্ত ভালো, তাই এখানকার নির্বাচন হবে নির্ঝঞ্ঝাট।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোটের প্রচারণা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট বিষয়ে মানুষের মাঝে প্রচার করা যাবে, তবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বিষয়ে কাউকে কোনো নির্দেশ দেওয়া যাবে না।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। সার্বিকভাবে নির্বাচনের সময় দেশের পরিবেশ যেমন থাকে, এবারও পরিবেশ ভালো। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে—এগুলো না ঘটলে ভালো হতো। সব ঘটনাকে ‘সংঘর্ষ’ শব্দ দিয়ে উল্লেখ করা ঠিক নয়।

তিনি আরও বলেন, নির্বাচনে কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে; প্রতিদ্বন্দ্বিতার সময় কিছু শব্দচয়ন হয়। সমর্থকদের মাঝে নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছ্বাস বা ইউফোরিয়া কাজ করে। এগুলো যেন সীমিত পর্যায়ে থাকে এবং সকলে পরিমিতবোধের মধ্যে থাকে—এটি সবার জন্য বার্তা। নির্বাচনের পরেও আমরা সবাই এ সমাজেই বাস করবো, তাই বিচ্ছিন্ন ঘটনা এড়িয়ে চলা উচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ