Views Bangladesh Logo

১৭ ডিসেম্বর থেকে একুশে বইমেলা শুরু

সন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা এগিয়ে আগামী ১৭ ডিসেম্বর-২০২৫ থেকে ১৭ জানুয়ারি-২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ