Views Bangladesh Logo

নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে একুশে বইমেলা

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিসেম্বর মাসে এবার অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর)  মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী - ' আগামী অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে'। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।'

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, 'প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ