ডিসেম্বরেই হতে পারে ২০২৬ সালের একুশে বইমেলা
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ডিসেম্বরেই আয়োজন হতে পারে। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির এক শীর্ষ কর্মকর্তা অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের কারণে বইমেলার সঠিক তারিখ নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। বর্তমানে ডিসেম্বরে আয়োজনের বিষয়ে বেশি আলোচনা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানান, আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হবে। মিটিংয়ের পরেই বইমেলার চূড়ান্ত তারিখ ঠিক করা হবে এবং সিদ্ধান্ত সবার সঙ্গে শেয়ার করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে