Views Bangladesh Logo

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত এক বছরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। উন্নয়ন বলতে আমি বোঝাচ্ছি, স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চলছে। গত এক বছরে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে। আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, আর অগ্রগতি হলে আপনাদের জানানো হবে।”

গত সপ্তাহে মো. তৌহিদ হোসেন ও ইসহাক দারের মধ্যে দু’বার টেলিফোনে কথা হয় এবং চলতি সপ্তাহের রোববার তারা জেদ্দায় সরাসরি বৈঠক করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ