ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ নয়, স্বাভাবিক রাখার চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা খারাপ অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার চেষ্টা করছে যাতে এ সম্পর্ক কোনোভাবেই অস্বাভাবিক পর্যায়ে না যায়। শুধু ভারতের সঙ্গেই নয়, বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বৈঠকে ভারত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে ভারত সরাসরি হস্তক্ষেপ করে না বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তার ভাষায়, কখনো কখনো দুই দেশই কিছু বক্তব্য দেয়। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করেন। ভারত বড় প্রতিবেশী হিসেবে বাংলাদেশের অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং পাকিস্তানের সঙ্গেও ধীরে ধীরে সম্পর্ক উন্নয়ন হচ্ছে বলে জানান তিনি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য ও রাজনীতিকে আলাদা করে দেখা উচিত। ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্কও স্বাভাবিক করতে সরকার কাজ করছে। তিনি বলেন, ভারত থেকে চাল না এনে ভিয়েতনাম থেকে আমদানি করলে কেজিতে অতিরিক্ত ১০ টাকা খরচ পড়বে। প্রতিযোগিতামূলক দামে ভারত থেকে চাল পাওয়া গেলে অন্য দেশ থেকে আমদানির প্রয়োজন হয় না।
ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক মোটামুটি অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্পর্ক খুব একটা খারাপের দিকে যাবে না। এর প্রমাণ হিসেবে তিনি বলেন, এর আগেও ভারত থেকে চাল আমদানি করা হয়েছে এবং সম্প্রতি পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কিছুটা দেরিতে হওয়ায় দেশে পেঁয়াজের দাম আরও কমানো সম্ভব হয়নি। ভারতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকারও কম ছিল বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কী করছে—এ প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পর্কে প্রধান উপদেষ্টা অবগত রয়েছেন এবং শিগগিরই তা জানা যাবে। তবে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
দেশের ভেতরে ভারতবিরোধী প্রচার নিয়ে প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব কর্মকাণ্ড পরিস্থিতিকে জটিল করে তুলছে এবং এগুলো বাংলাদেশের জাতীয় মনোভাব নয়। তিনি বলেন, কোনো দেশের সঙ্গেই বাংলাদেশ এ ধরনের সম্পর্ক চায় না।
এসব কর্মকাণ্ড বন্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, সব কিছু একেবারে বন্ধ করা সম্ভব নয়। কেউ হঠাৎ কোনো বক্তব্য দিলে তা সঙ্গে সঙ্গে থামানো সহজ নয় বলেও তিনি মন্তব্য করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে