আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
সম্পাদক পরিষদ সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। আনিস আলমগীরকে কোনও নির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে তলব করার পর এই মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সম্পাদক পরিষদ সভাপতি নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আনিস আলমগীরকে রোববার কোনও নির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে তলব করা হয়, সেখানে আটক রাখা হয় এবং পরদিন তার বিরুদ্ধে এন্টি-টেরোরিজম আইনভুক্ত মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়। সম্পাদক পরিষদে এই ধরনের কার্যক্রমকে অতীতের স্বৈরাচারী শাসনের সময়ে সাংবাদিকদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের স্মৃতি জাগানো হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক পরিষদ উল্লেখ করেছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ধরনের অনিয়ম নজিরভুক্ত ছিল, যেখানে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও স্বেচ্ছাচারী গ্রেফতার সাধারণ বিষয় ছিল। বর্তমান ঘটনা সেই দুঃখজনক বাস্তবতার পুনরাবৃত্তি।
পরিষদ স্পষ্টভাবে জানিয়েছে, কোনও সাংবাদিকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে তা অবশ্যই বিদ্যমান আইন অনুযায়ী নিষ্ঠার সঙ্গে মোকাবিলা করতে হবে। অভিযোগ ছাড়া সাংবাদিককে ডিবি কার্যালয়ে তলব করা, আটক রাখা এবং পরে এন্টি-টেরোরিজম আইনভুক্ত মামলা দায়ের করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্ট ২০২৪-এর গণউত্থানের পর হাসিনার পতনের পর বহু সাংবাদিককে মিথ্যা হত্যা মামলায় নামজারি করা হয়েছে, যার মধ্যে অনেকে এখনও কারাগারে রয়েছেন। সম্পাদক পরিষদ পূর্বেও এই ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। যদিও সরকারের আইন উপদেষ্টা মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
সম্পাদক পরিষদ বলেছে, এই ধরনের আচরণ আবারও স্বৈরশাসনের সময়ে সাংবাদিকদের নিপীড়নের স্মৃতি জাগাচ্ছে এবং সব ভিত্তিহীন মামলার অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে