Views Bangladesh Logo

লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার (১৩ অক্টোবর) জানিয়েছে, বোতলজাত সয়াবিন তেলের খুচরা দাম লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বেড়ে হয়েছে ১৭৭ টাকা।

এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে পাম তেলের দাম—লিটারপ্রতি ১৩ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম দাঁড়িয়েছে ১৬৩ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

নতুন এই দাম ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে। রিফাইনারি মালিক ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সর্বশেষ বৈঠকের পর দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটি গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভোজ্যতেলের দাম বাড়ানো হলো। এর আগে আগস্টে ব্যবসায়ীরা লিটারপ্রতি ১০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিলেও সরকার অনুমোদন দিয়েছিল মাত্র ১ টাকার সমন্বয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ