দেশের অর্থনীতি এখন স্বস্তিতে: অর্থ উপদেষ্টা
দেশের সামগ্রিক অর্থনীতি এখন স্বস্তিকর অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে কারণেই আমরা কিছুটা আত্মবিশ্বাসী।”
বিশ্বব্যাংকের প্রতিবেদনে দারিদ্র্য বেড়ে যাওয়ার বিষয় নিয়ে প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, “আমি এখন তাত্ত্বিক আলোচনায় যেতে চাই না। দারিদ্র্য বেড়েছে বা আছে—এসব বলতে হলে অনেক ব্যাখ্যা দিতে হয়। আমি জানি, ওরা কীভাবে দারিদ্র্য পরিমাপ করে—কী বেজ ধরে, কীভাবে তথ্য নেয়।”
তিনি আরও বলেন, “ধরা যাক, ৫ হাজার মানুষের ফোনে সাক্ষাৎকার নিয়ে কেউ বলল দারিদ্র্য বেড়েছে—এটা কতটা নির্ভরযোগ্য, সেটাই প্রশ্ন। চাইলে এখনই একটি ফার্মকে বললে কালই ২০ হাজার রিপ্লাই এনে দিতে পারবে। এগুলো রিলায়াবিলিটির বিষয়। তবে চ্যালেঞ্জ যে আছে, তা অস্বীকার করছি না।”
দারিদ্র্য মাপার প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদ্ধৃতি দিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “অমর্ত্য সেন একবার বলেছিলেন—দারিদ্র্য মাপা খুব কঠিন নয়। দরিদ্র মানুষ দেখলেই বোঝা যায়—তার মুখে, চেহারায়, চলাফেরায়।”
অর্থনীতি সত্যিই স্বস্তিতে আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। তাই আমরা কিছুটা কনফিডেন্ট। তবে অন্য দিকগুলো নিয়ে এখনই কিছু বলতে পারব না।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে