Views Bangladesh Logo

নেতিবাচকভাবে তুলে ধরলেও বাস্তবে অর্থনীতির চিত্র ভিন্ন: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের অর্থনীতি যেভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে, বাস্তবে তার চিত্র অনেকটাই ভিন্ন ও তুলনামূলকভাবে ইতিবাচক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ আগস্ট) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত আয়কর, মূসক ও কাস্টমস ইস্যু নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, 'যারা কোনো উন্নয়ন বা সংস্কার দেখতে পান না, তারা প্রকৃতপক্ষে অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন না।'

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা অবশ্যই করা উচিত, তবে এর সঙ্গে ইতিবাচক দিকগুলোও সামনে আনা জরুরি।'

অর্থনৈতিক নীতিতে ভুলত্রুটি সংশোধনের জন্য গঠনমূলক সমালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে ড. আহমেদ বলেন, 'গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করা সম্ভব।'

সেমিনারে তিনি ২০২৫-২৬ করবছরের জন্য ডিজিটাল পদ্ধতিতে কর ফাইলিং সহজ করতে ই-রিটার্ন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ