Views Bangladesh Logo

একনেকে সাড়ে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও একনেক সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।

সভায় ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণসহ ২২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন প্রকল্প, পাঁচটি সংশোধিত ও তিনটি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে।

একনেকের এ সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ এক হাজার ৬৬৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা। সভায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ